ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

হিলারির হ্যাট্রিক জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
হিলারির হ্যাট্রিক জয়

বিতর্কের মঞ্চে হ্যাট্রিক জয় নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। আগামী ৮ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে পরপর তিনটি বিতর্ক অনুষ্ঠানের তিনটিতেই জয়ী হয়েছেন এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফাস্র্ট লেডি।



বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বি ডনাল্ড ট্রাম্পের বিপক্ষে তর্কযুদ্ধে নামেন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাডা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিতর্ক মঞ্চে।

সিএনএন-ওআরসি’র জরিপ বলছে, বিতর্ক দেখেছেন এমন ৫২ শতাংশ মনে করেন এতে হিলারি জয়ী হয়েছেন। তবে ডনাল্ড ট্রাম্পের পক্ষে এই ভোট পড়েছে ৩৯ শতাংশ।

এর আগে গত ১০ অক্টোবর সোমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কে জয় পান ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। সেবারও সিএনএন-ওআরসি জরিপে দেখানো হয়েছিলো ৫৭ শতাংশ দর্শক বলেছেন বিতর্কে হিলারি জয়ী হয়েছেন। অন্যদিকে ৩৪ শতাংশের রায় ছিলো ট্রাম্পের পক্ষে। একই জরিপ প্রথম বিতর্কে পর হিলারিকে ৬২ শতাংশের ভোটে জয়ী দেখায় ।

আরও পড়ুন...

** ফল না মানার ইঙ্গিত ট্রাম্পের, হিলারি বললেন ‘ভয়াবহ’

** করমর্দন ছাড়াই শেষ হলো তৃতীয় বিতর্ক 
** পুতিনের ‘পতুল’ বলায় রেগে আগুন ট্রাম্প
** করমর্দন ছাড়া শুরু তৃতীয় বিতর্কও, এগিয়ে চলছে
** হিলারি-ট্রাম্পের তৃতীয় বিতর্ক শুরু হয়েছে
** মঞ্চ প্রস্তুত: শিংয়ে শিংয়ে জমবে লড়াই


বাংলাদেশ সময় ১০১৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।